ভারতে কয়েকটি মিশনে বাংলাদেশের ভিসা সেবা স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫১
ভারতে বাংলাদেশের কয়েকটি কূটনৈতিক মিশনে নিরাপত্তাজনিত কারণে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে। তবে কলকাতা, মুম্বাই, চেন্নাই ও গুয়াহাটির মিশনগুলোতে ভিসা সেবা চালু আছে।
গত বছরের ২২ ডিসেম্বর দিল্লি ও আগরতলা মিশন থেকে কনস্যুলার ও ভিসা সেবা স্থগিতের নোটিশ জারি করা হয়েছিল।
নির্বাচনের আগে ভারতীয়দের জন্য পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। যেসব মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ, এটা নিরাপত্তার বিষয়।”
ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে আইসিসিকে। এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে পুরো দল ও সমর্থকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকবে। তাই আমরা খেলব, তবে ভারতের বাইরে।”
ভারতের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য বিষয়ে প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “বিভিন্ন সময়ে নানা ইস্যু আসে, কিছু নেতিবাচক প্রভাবও থাকে। তবে যেখানে আমাদের স্বার্থ আছে, সেখানে আমরা সম্পর্ক নষ্ট করতে যাব না। যেমন চাল আমদানির ক্ষেত্রে যদি ভারত কম দামে দেয়, তাহলে আমরা কিনব।”
logo-1-1740906910.png)