বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার ১৪ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি এক মাসের জন্য সব টিকিটে ১৪ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ৮ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাত্রীরা নভোএয়ারের সব বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কিনতে পারবেন। ওয়েবসাইট ও অ্যাপ থেকে টিকিট ক্রয়ের সময় VQANNI14 প্রোমো কোড ব্যবহার করলে ছাড় পাওয়া যাবে।
২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ার যাত্রা শুরু করে। এরপর দ্রুতই আকাশপথে ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। গত ১৩ বছরে প্রতিষ্ঠানটি ১ লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে।
নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’। এর মাধ্যমে কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ থেকে টিকিট ক্রয় এবং ওয়েব চেক-ইন সুবিধা পাওয়া যায়। এছাড়া স্মাইলস সদস্যরা দেশের বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় সুবিধা পান।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “সময় মেনে উড্ডয়ন পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জন করেছি। ভবিষ্যতে আরো উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
logo-1-1740906910.png)