দ্রুততম সময়ে রেমিট্যান্স প্রদানের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৯
বিদেশ থেকে আসা প্রবাসী আয় বা রেমিট্যান্স একই দিন বা সর্বোচ্চ পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৮ জানুয়ারি জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার মূল বিষয়:
- অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।
- ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে জমা করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা করা যাবে। পরে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।
- যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট রিভিউ সম্ভব নয়, সেখানে যাচাই সম্পন্ন করে ৩ কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (STP) বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স (UETR) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে ফরম সি এবং ফরম সি (আইসিটি) প্রয়োজনীয়তা বাদ দেওয়া যায়।
ঢাকায় কর্মরত একটি আন্তর্জাতিক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “এর ফলে করেসপনডেন্ট ব্যাংকগুলোর মধ্যে আস্থা বাড়বে এবং বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে বাংলাদেশের সুনাম আরো শক্তিশালী হবে।”
logo-1-1740906910.png)