Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ৮ জানুয়ারি ২০২৬

সারাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:২০

সারাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট

সারাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট হচ্ছে। অনেক এলাকায় দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। ডিলারদের অভিযোগ, এলপিজি কোম্পানিগুলো নিজেরাই বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এলপি গ্যাস ব‍্যবসায়ীরা ধর্মঘট ডাকলেও বৃহস্পতিবার তা তুলে নিয়েছে। 

দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর কুয়াশার কারণে কষ্টের মুখের পড়েছেন দেশ-গ্রামের মানুষ। শ্রীমঙ্গলেরর তাপমাত্রা নেমে গেছে ৭ ডিগ্রিতে আর তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

আসন্ন নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছাবে। ব্যালটের গোপনীয়তা রক্ষা করতে বলেছে ইসি। গোপনীয়তা ভঙ্গ করলে এনআইডি ব্লক করা হতে পারে।

জুলাইকে নিরাপদ রাখতে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে সরকার। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল। তাই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে।

ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটন ভিসা সীমিত করা হয়েছে। ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণেই এমন ব্যবস্থা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরো জানিয়েছেন, আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা দেশটির সামাজিক সুবিধা বেশি নেওয়ার কারণে বাংলাদেশিদের ওপর ভিসা বন্ড আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

Logo