Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩

বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

সিলেট থেকে লন্ডনগামী বিমানের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় তদন্তের মুখে পড়েছেন পাইলট। পাকিস্তানের আকাশসীমায় যাত্রী অসুস্থ হয়ে পড়লেও কাছের বিমানবন্দরে জরুরি অবতরণ না করে পাইলট ঢাকায় ফিরে আসেন। এতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। 

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রকাশিত সংবাদে জানা যায়, ৩১ ডিসেম্বর লন্ডনগামী বিমানের বিজি ২০১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন আলিয়া মান্নান। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ফ্লাইটটি যখন পাকিস্তানের আকাশসীমায় লাহোরের কাছাকাছি ছিল, তখন একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পাইলট ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা করে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন। পরে ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।  

বিষয়টি নিয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের মুখপাত্র। এর আগে ২০২৩ সালেও বিমানের লন্ডনগামী ফ্লাইটে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অসুস্থ হয়ে মারা যান। তখনো অভিযোগ ওঠে, পাইলট জরুরি অবতরণ না করে সরাসরি লন্ডনে অবতরণ করেছিলেন।  

বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদেশি এয়ারলাইন্সগুলো অনেক সময় অসুস্থ বা অতি বৃদ্ধ যাত্রী নিতে চায় না। অনেক ক্ষেত্রে ‘ফিট ফর ফ্লাই’ সনদও চাওয়া হয়। কিন্তু বিমান নানা কারণে কোনো যাত্রীকে ফিরিয়ে দিতে পারে না। ফলে অসুস্থতা লুকিয়ে অনেক যাত্রী দূরপাল্লার ফ্লাইটে উঠে বসেন।  

তিনি আরো বলেন, বিশেষ কিছু রোগের ক্ষেত্রে উড়োজাহাজের টেক অফ বা ল্যান্ডিংয়ের সময়কার বায়ুচাপ পরিবর্তনের ধকল নিতে পারেন না রোগী। এয়ার প্রেসার কমে গেলেও অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। আবার ঝাঁকুনি বা বিশেষ পরিস্থিতিতে প্যানিক অ্যাটাক হয়। এসব কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে।  

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রার আগে অসুস্থতার বিষয় লুকানো উচিত নয়। অনেক সময় গভীর রাতে বা ভোরে ফ্লাইট থাকায় ঘুমের অভাব ও জেট ল্যাগও বয়স্ক বা অসুস্থ যাত্রীদের জন্য ঝুঁকি তৈরি করে। 

Logo