পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন সাড়ে ১৫ লাখ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে ও দেশের বাইরে সব মিলিয়ে ১৫ লাখ ৫৩ হাজার ৬৮২ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। তাহলে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী নিবন্ধন করেছেন?
নির্বাচন কমিশনের পোস্টাল বিডি ভোটের ওয়েবসাইট বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রবাসীদের নিবন্ধনে শীর্ষে আছেন সৌদি প্রবাসীরা।দেশটি থেকে ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। দ্বিতীয় অবস্থানে আছে মালয়েশিয়া। দেশটিতে থেকে ৮৪ হাজার ২৯২ জন, তৃতীয় অবস্থানে থাকা কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ৩১ হাজার ৬৪ জন, যুক্তরাজ্য থেকে ৩২ হাজার ৪১৪ জন, অস্ট্রেলিয়া থেকে ১১ হাজার ১৫৮ জন এবং কানাডা থেকে ১৪ হাজার ৬৮১ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
তালিকায় ৫ম অবস্থানে থাকা ওমান থেকে রেজিস্ট্রেশন করেছেন ৫৬ হাজার ২০৭ জন। আরব আমিরাত থেকে ৩৮ হাজার ৫৭৪ জন, কুয়েত থেকে ৩৫ হাজার৩৮৬জন এবং বাহরাইন থেকে রেজিস্ট্রেশন করেছেন ১৯ হাজার ৭১৯ জন প্রবাসী।
বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা দেড় কোটি বলে ধারণা করা হয়। সেই হিসাবে মোট প্রবাসী বাংলাদেশির প্রায় ১০ শতাংশ পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু হবে।
logo-1-1740906910.png)