যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৩০
বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের ভ্রমণকারীদের বি১/বি২ ভিসার আবেদন করার সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।
নতুন তালিকাভুক্ত দেশগুলোর জন্য এ নীতি আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর জন্য বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার।
বন্ড ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন নির্ধারিত তিনটি বিমানবন্দর দিয়ে:
- বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর
- জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (নিউ ইয়র্ক)
- ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর
আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov–এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে।
এই নীতি প্রথমে একটি পাইলট কর্মসূচির আওতায় ২০২৫ সালের আগস্টে চালু হয়েছিল। তখন কয়েকটি দেশকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল। এবার বাংলাদেশসহ আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশকে যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, বতসোয়ানা, কিউবা, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে প্রভৃতি দেশ।
logo-1-1740906910.png)