Logo
×

Follow Us

বাংলাদেশ

সিন্ডিকেটমুক্ত বায়রা গড়ার প্রতিশ্রুতি নেতাদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯

সিন্ডিকেটমুক্ত বায়রা গড়ার প্রতিশ্রুতি নেতাদের

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সিন্ডিকেটমুক্ত করার অঙ্গীকার করেছেন বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা। তাদের দাবি, সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে বায়রাকে গ্রাস করেছে, ফলে জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স আয় বৃদ্ধির পথে বড় বাধা তৈরি হয়েছে। তাই দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত বায়রা প্রতিষ্ঠা করে সব ব্যবসায়ীর অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

৫ জানুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত মতবিনিময় সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে নেতারা বলেন, কোনো সিন্ডিকেটকে আর প্রশ্রয় দেওয়া হবে না। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরুদ্ধার এবং ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা পূরণে আধুনিক ট্রেনিং সেন্টার চালু করার পরিকল্পনাও তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিন। প্রধান অতিথি ও প্যানেল লিডার হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। সঞ্চালনায় ছিলেন বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী ও হক জহিরুল ইসলাম জু।

বক্তব্য দেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ-উল-ইসলাম, যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মফিজ উদ্দীন, কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, আকবর হোসেন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, মাঈনুদ্দিন, আব্দুল মান্নান, মতিউর রহমান মতি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ এইচ সেলিম আসন্ন বায়রা নির্বাচনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, থাইল্যান্ড প্রায় ৭ লাখ কর্মী নেবে। আমাদের প্যানেল বিজয়ী হলে সকল এজেন্সি সমানভাবে বিদেশে লোক পাঠাতে পারবে, কোনো সিন্ডিকেট থাকবে না। এতে যেমন রেমিট্যান্স বাড়বে, তেমনি বায়রা হবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত।

Logo