রিক্রুটিং এজেন্সির জামানত কমালো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮
বিদেশে কর্মী পাঠানোর লাইসেন্সের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর জামানতের পরিমাণ কমিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগে লাইসেন্স নিতে ৫০ লাখ টাকা জামানত হিসেবে পে-অর্ডার জমা দিতে হতো। নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে ৩৫ লাখ টাকা জামানত দিলেই লাইসেন্স পাওয়া যাবে।
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫ সংশোধন করে এই পরিবর্তন আনা হয়েছে। ৫ জানুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, এক রিক্রুটিং এজেন্সি অন্য একটি এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে কর্মী পাঠালে তাকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটার’ হিসেবে অভিহিত করা হবে। অর্থাৎ, নিবন্ধিত কোনো এজেন্ট লিখিত চুক্তির মাধ্যমে অন্য এজেন্টের সঙ্গে যুক্ত হয়ে বিদেশগামী কর্মীদের নিয়োগ ও প্রক্রিয়া সম্পাদন করলে তিনি অ্যাসোসিয়েট রিক্রুটার হিসেবে গণ্য হবেন।
অ্যাসোসিয়েট রিক্রুটারের সঙ্গে বিদেশগামী কর্মীদের চুক্তি থাকতে হবে। এ ক্ষেত্রে জনশক্তি রপ্তানি ও প্রক্রিয়া সম্পাদনের দায়িত্ব মূল এজেন্টের মতোই অ্যাসোসিয়েট রিক্রুটারের ওপরও বর্তাবে। লাইসেন্স নবায়নের সময় অ্যাসোসিয়েট রিক্রুটার যত সংখ্যক কর্মী প্রক্রিয়াকরণ করবেন, তা তার ক্রেডিট হিসেবে গণ্য হবে। একইভাবে মূল এজেন্ট নিজ উদ্যোগে যত কর্মী পাঠাবেন, তা তার ক্রেডিট হিসেবে ধরা হবে।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে রিক্রুটিং এজেন্সিগুলোর আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অ্যাসোসিয়েট রিক্রুটারের সংজ্ঞা যুক্ত হওয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)