ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় সময়সীমা শেষ হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
‘পোস্টাল ভোট বিডি’র তথ্য অনুযায়ী, দেশের ভেতরে থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। অন্যদিকে বিশ্বের ১২৩টি দেশে থাকা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি ভোটারও নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের নিবন্ধন শুরু হয়েছিল গত ১৯ নভেম্বর। অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ভোটার নিবন্ধন করতে পেরেছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।
আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর নিবন্ধিত ভোটাররা তাদের আসনের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ভোটাররা পোস্টাল ব্যালটে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।
logo-1-1740906910.png)