Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাস অর্থনীতির খবর

প্রবাসী আয়ে কৃষি ব্যাংকের চমক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

প্রবাসী আয়ে কৃষি ব্যাংকের চমক

রেমিট্যান্স অর্জনে ২০২৫ সালে চমক দেখিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রাখল কৃষি ব্যাংক। গত বছরে দেশে মোট ৩ হাজার ২৮২ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। তার মধ্যে শীর্ষ দুই থেকে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার। 

বিগত বছরগুলোতে দশম, সপ্তম ও চতুর্থ অবস্থান থাকা কৃষি ব্যাংকের রেমিট্যান্স অর্জনে শীর্ষ দুইয়ে উঠে আসা এবং তা ধরে রাখাকে তাক লাগানো সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। 

কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান জানান, বিশেষায়িত ব্যাংক বলে দেশ গ্রামের মানুষের সাথে ব্যাংকটির রয়েছে নিবিড় সম্পর্ক। দেশের ইউনিয়ন পর্যায় ও প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ব্যাংকটির ১ হাজার শাখা। তার মধ্যে ৬০০টি শাখাই দেশের প্রত্যন্ত অঞ্চলে। ফলে গ্রামগঞ্জের মানুষ কৃষি ব্যাংককে ‘আপন ব্যাংক’ হিসেবেই মনে করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রবাসী আয় আনার ক্ষেত্রে বরাবরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক। প্রবাসী আয়ের ৩৭ শতাংশই এসেছে ইসলামী ব্যাংক, কৃষি ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে।   

ব্যাংকিং খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা আরো বলছেন, সরকার ঘোষিত আড়াই শতাংশ নগদ প্রণোদনার পাশাপাশি ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ফলে হুন্ডি ও ব্যাংকিং চ্যানেলের দামের ব্যবধান কমে এসেছে।

এছাড়া বিকাশের মতো মোবাইল আর্থিক সেবার সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃসংযোগের ফলে অল্প সময়ের মধ্যেই পরিবারের কাছে প্রবাসী আয়ের টাকা পৌঁছে যাচ্ছে। এটিও প্রবাসীদের জন্য বড় আকর্ষণ হিসেবে কাজ করছে।

Logo