সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০৬
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পাঠানো নথিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সই করার পর ৪ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে নতুন সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে প্রায় ১০.৫ শতাংশ করা হয়েছিল, যা আগে প্রায় ১২ শতাংশ ছিল। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। তবে নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ছয় মাসের জন্য আগের হারই বহাল থাকবে।
বর্তমান হার
পরিবার সঞ্চয়পত্র:
- সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ১১.৯৩%
- সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা ১১.৮০%
পেনশনার সঞ্চয়পত্র:
- কম বিনিয়োগে মুনাফা ১১.৯৮%
- বেশি বিনিয়োগে মুনাফা ১১.৮০%
বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি):
- কম বিনিয়োগে মুনাফা ১১.৮৩%
- বেশি বিনিয়োগে মুনাফা ১১.৮০%
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:
- কম বিনিয়োগে মুনাফা ১১.৮২%
- বেশি বিনিয়োগে মুনাফা ১১.৭৭%
বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কিছুটা কম রাখা হয়েছে।
logo-1-1740906910.png)