ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি বলেছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি/ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের এনআইডি ব্লক করা হবে এবং মামলা করা হবে। তাই ভোটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের কোনো ছবি বা ভিডিও শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। প্রবাসী, কয়েদি এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীরা এ সুযোগ পাবেন।
আগামী ২২ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। কয়েক ধাপে এসব ব্যালট পৌঁছাবে।
৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ১৪ লাখ ৩ হাজার ৮২৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে রয়েছেন প্রবাসী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা।
logo-1-1740906910.png)