Logo
×

Follow Us

বাংলাদেশ

ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০

ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড

সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের শক্তিশালী ধারা অব্যাহত থেকেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ১ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করেন।  

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা এখনো দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। তবে ডিসেম্বর মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে নতুন মাইলফলক তৈরি হয়েছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরের আয় বেড়েছে প্রায় ৩৪ কোটি ডলার এবং আগের বছরের ডিসেম্বরের তুলনায় বেড়েছে ৫৯ কোটি ডলার।  

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৬৯ লাখ ডলার।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের ধারা ছিল ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ডলার, আগস্টে ২৪২ কোটি, সেপ্টেম্বরে ২৬৮ কোটি, অক্টোবরে ২৫৬ কোটি, নভেম্বরে ২৮৯ কোটি এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।  

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা, বৈধপথে টাকা পাঠাতে উৎসাহ এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকার কারণেই প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। প্রবাসীদের পাঠানো এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।

Logo