Logo
×

Follow Us

বাংলাদেশ

কোথায় ঘুরতে বেশি পছন্দ করেন বাংলাদেশিরা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

কোথায় ঘুরতে বেশি পছন্দ করেন বাংলাদেশিরা?

বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ রুচি নিয়ে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে আকর্ষণীয় তথ্য। দেশের শীর্ষস্থানীয় পর্যটন ও এভিয়েশন প্রকাশনা ‘দ্য বাংলাদেশ মনিটর’ পরিচালিত এই অনলাইন জরিপে দেখা গেছে, দেশীয় গন্তব্যে কক্সবাজার আবারো প্রথম স্থানে রয়েছে। আন্তর্জাতিক ভ্রমণে সবচেয়ে বেশি পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে মালয়েশিয়া।  

গত ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে প্রায় ১৫ হাজার ২০০ নিয়মিত ভ্রমণকারী ও পর্যটন-সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন। এতে বাংলাদেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পের গতিপ্রকৃতি এবং পর্যটকদের পরিবর্তিত রুচি স্পষ্টভাবে ফুটে উঠেছে।   

জরিপের ফলাফলে দেখা যায়, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার বিশাল ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট আর পাহাড় ও ঝরনার শহর বান্দরবান তৃতীয় স্থানে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন চতুর্থ এবং সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা পঞ্চম স্থানে রয়েছে।   

দেশের বাইরে ভ্রমণপিপাসুদের সবচেয়ে পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে মালয়েশিয়া। সহজ ভিসা প্রক্রিয়া, সাশ্রয়ী খরচ এবং প্রাকৃতিক ও আধুনিকতার মিশ্রণে মালয়েশিয়া বাংলাদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

Logo