Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশ থেকে আনা মোবাইলে ট্যাক্স কমাল সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:২৪

বিদেশ থেকে আনা মোবাইলে ট্যাক্স কমাল সরকার

বাংলাদেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনে শুল্কছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। ১ জানুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি আগে ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে এখন ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।  

সরকারের এই সিদ্ধান্তে আশা করা হচ্ছে, বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরো সম্প্রসারিত হবে। স্থানীয় উৎপাদনকারীরা উৎসাহিত হবেন এবং নতুন বিনিয়োগকারীরা বাজারে প্রবেশ করতে আগ্রহী হবেন। এতে কর্মসংস্থান বাড়বে এবং প্রযুক্তি খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।  

শুল্কহার কমানোর ফলে আমদানিকৃত ও স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমতে পারে। এতে সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে মোবাইল ফোন কিনতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে প্রতিযোগিতা বাড়লে মানসম্মত পণ্য সহজলভ্য হবে।  

মোবাইল ফোন শিল্পে শুল্কছাড় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একদিকে স্থানীয় উৎপাদন বাড়বে, অন্যদিকে আমদানির খরচ কমে যাবে। এর ফলে বাজারে বৈচিত্র্য আসবে এবং প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি হবে।

Logo