প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৫২
প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “প্রবাসীদের বিনিয়োগ দেশের জন্য সবচেয়ে কার্যকর সহায়তা। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, আর দেশও উপকৃত হয়।”
রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত দেড় বছরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় রেমিট্যান্স বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের অবদান উল্লেখযোগ্য।
তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা এখন একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দেশে পর্যাপ্ত সুযোগ না থাকায় তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে অবৈধভাবে যাচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “তরুণদের মরিয়া হয়ে যাওয়ার কারণ হলো সুযোগের অভাব। প্রবাসীরা যদি দেশে সুযোগ সৃষ্টি করেন, সেটাই হবে তরুণদের জন্য সবচেয়ে বড় অবদান।”
তিনি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে উল্লেখ করেন।
বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন না দেখে বাস্তবসম্মত লক্ষ্য নেওয়ার পরামর্শ দেন তিনি। “অন্তত ভিয়েতনাম বা ভারতের মতো জায়গায় পৌঁছানো সম্ভব। প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে,” বলেন তৌহিদ হোসেন।
বক্তব্যের শুরুতে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, ছিলেন দেশের নেতা। গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন, কখনো আদর্শ থেকে সরে যাননি।”
তিনি বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
logo-1-1740906910.png)