প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে পৃথিবীর বিভিন্ন দেশের ১১ লাখ প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টাল ভোটে যুক্ত হওয়াদের মধ্যে ৯ লাখ ৯২ হাজার পুরুষ, আর নারী ১ লাখ ৪৮ হাজার। এছাড়া অনুমোদনের অপেক্ষায় আছেন ২০ হাজার ৯৮৯ জন প্রবাসী।
নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডির তথ্যে দেখা যাচ্ছে, তালিকায় এক নম্বরে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে ১ লাখ ৯৮ হাজার প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কাতার থেকে রেজিস্ট্রেশন করেছেন ৬৮ হাজার ৮৬৫ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া, দেশটি থেকে নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৮৬৯ জন প্রবাসী বাংলাদেশি।
এছাড়া ওমান থেকে ৫০ হাজার ১৬১ জন, আমিরাত থেকে ৩১ হাজার ৫৮২ জন, কুয়েত থেকে ৩০ হাজার ৩০৭ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৮ হাজার ৫৯১ জন, যুক্তরাজ্য থেকে ২৭ হাজার ২১৫ জন, ইতালি থেকে ১৯ হাজার ৩৬৮, সিঙ্গাপর থেকে ১৭ হাজার ৮১৩ জন এবং বাহরাইন থেকে ১৬ হাজার ১৯৮ জন নিবন্ধন করেছেন।
অন্যদিকে, আফ্রিকার দেশ ক্যামেরুন, গায়ানা, নাইজার, জিম্বাবুয়ে থেকে সবচেয়ে কম একজন করে প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
logo-1-1740906910.png)