Logo
×

Follow Us

বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে প্রবাসীদের আবেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে প্রবাসীদের আবেগ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মতো প্রবাসী বাংলাদেশিরাও গভীর শোকাহত। লক্ষ কোটি অনুরাগী দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই জনপ্রিয় নেত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ বইছে। ফেসবুকের বিভিন্ন প্রবাসী গ্রুপ ও পেজে দিনভর শোকবার্তা প্রকাশিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিরা ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করছেন। তারা লিখছেন, “তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য সংগ্রামী।” অনেকেই তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরছেন। প্রবাসী তরুণরা বলছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতীক।

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহলও শোক জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, “আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে গভীর সমবেদনা জানাচ্ছি।”। একইভাবে বিশ্ব গণমাধ্যমগুলো তার মৃত্যুতে ব্যাপক কাভারেজ দিয়েছে। এএফপি জানিয়েছে, তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি।

প্রবাসী বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও শোক প্রকাশ করেছে। লন্ডন, নিউ ইয়র্ক ও দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভার্চুয়াল সভার আয়োজন করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি জানিয়েছে, তারা স্থানীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল করবে।

খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রবাসী নেতারাও শোক প্রকাশ করেছেন। Network Bangladesh জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারাও সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন, যা তার প্রতি দলমতের ঊর্ধ্বে থাকা শ্রদ্ধার প্রতিফলন।

বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। প্রবাসীরা বলছেন, তারা দেশে থাকতে না পারলেও অনলাইনে শোক পালন করছেন। অনেকেই প্রোফাইল ছবিতে কালো ব্যাজ ব্যবহার করছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া প্রমাণ করে, তিনি শুধু দেশের নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছিলেন। দলমত নির্বিশেষে তার মৃত্যুতে শোক পালন হচ্ছে, যা তাকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Logo