Logo
×

Follow Us

বাংলাদেশ

৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬

৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়ল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন তারা আগামী ৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যরাত পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

৩০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পূর্বে নিবন্ধনের শেষ সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। তবে প্রবাসী ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি বলেন, “৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে। এরপর আর সময় বাড়ানোর সুযোগ থাকবে না।”

এর আগে গত ২৪ ডিসেম্বর কমিশন সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিল। এবার দ্বিতীয়বারের মতো সময়সীমা বাড়ানো হলো।

ইসি ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ লাখ ৫১ হাজার ৬২৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। একই সঙ্গে সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্যও ভোটের অধিকার নিশ্চিত করা হবে।

Logo