Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসী ভোটার নিবন্ধন ১০ লাখ ছাড়াল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪

প্রবাসী ভোটার নিবন্ধন ১০ লাখ ছাড়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৪৫১ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

ইসি জানিয়েছে, প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন ও নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন।  

প্রবাসী ভোটারদের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৬৬ হাজার ২৪৮ জন, মালয়েশিয়ায় ৫৬ হাজার ৬৬৩ জন, ওমানে ৪৭ হাজার ৪৮৪ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৩৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।  

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা (৮৩,৭৭৭ জন), ঢাকা (৭৭,২১৯ জন) এবং চট্টগ্রাম (৭১,৫২৫ জন)। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসন থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৬৫১ জন নিবন্ধন করেছেন।  

গত ১১ দিনে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ১৬ হাজার ৭৮৩ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।  

- ২৯ ডিসেম্বর: ১৩টি দেশে ৪০ হাজার ৪৭৪ জনের কাছে ব্যালট পাঠানো হয়।  

- ২৮ ডিসেম্বর: ৩৭ হাজার ৬১২ জনের কাছে ব্যালট পাঠানো হয়।  

- ২৭ ডিসেম্বর: সৌদি আরবে সর্বোচ্চ ৪৫ হাজার ৫৫০টি ব্যালট পাঠানো হয়।  

- ২৬ ডিসেম্বর: বিশ্বের বিভিন্ন দেশে ৫৭ হাজার ৩৬০ জনের কাছে ব্যালট পাঠানো হয়, এর মধ্যে সৌদি আরবে ২২ হাজার।  

- ২৫ ডিসেম্বর: সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি ব্যালট পাঠানো হয়।  

১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। প্রবাসীদের নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

Logo