Logo
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:০১

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রধান শিরোনামে উঠে এসেছে তার মৃত্যুর সংবাদ।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ, খালিজ টাইমস, নিউজ অব বাহরাইন, সৌদি গেজেটও গুরুত্বের সাথে তার মৃত্যুর সংবাদ ছাপিয়েছে।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বয়সজনিত জটিলতা ও সামগ্রিকভাবে অবনতিশীল শারীরিক অবস্থার কারণে একসঙ্গে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০০৬ সালের পর থেকে ক্ষমতার বাইরে থাকলেও এবং দীর্ঘ সময় কারাবন্দি বা গৃহবন্দি অবস্থায় কাটালেও বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া কার্যত তার প্রধানমন্ত্রিত্বের অধ্যায় শুরু করেন। তার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।

একইভাবে হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতীয় গণমাধ্যমগুলোতেও খবরটি গুরুত্ব পায়। হিন্দুস্তান টাইমস তাদের হেড লাইনে লিখেছে, দীর্ঘদিন অসুস্থতায় ৮০ বছর বয়সে মারা যান বেগম জিয়া।

নিউজ অব বাহরাইন তাদের প্রতিবেদনে লিখেছে, বেগম জিয়া, আসছে নির্বাচনে যিনি ক্ষমতায় ফিরতে পারেন বলে আশা করা হচ্ছিল তার জীবনাবসান হলো।

এর বাইরে কুয়েতের আরব টাইমস, দুবাইয়ের গালফ নিউজও বেগম জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সৌদির সংবাদ মাধ্যম সৌদি গেজেট তাদের খবরে বলেছে, বেগম জিয়ার দল আসছে নির্বাচনে যখন তাদের জয় দেখছে, তখনই মারা গেলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Logo