সৌদি আরবে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে যারা যেতে আগ্রহী, তাদের জন্য স্কিল যাচাই বাধ্যতামূলক করেছে দেশটির কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাকামোলের Skills Verification Program (SVP)–এর আওতায় বাংলাদেশে অনুমোদিত টেস্ট সেন্টারগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগ তথ্য যুক্ত করা হয়েছে।
বিএমইটির তথ্য অনুযায়ী, সৌদি আরবে পেশাভিত্তিক কাজে যেতে হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা যাচাইয়ের জন্য তাকামোল কর্তৃপক্ষের নির্ধারিত স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হয়। এই স্কিল টেস্ট দেওয়ার জন্য প্রার্থীদের অনুমোদিত টেস্ট সেন্টারে নিবন্ধন ও পরীক্ষায় অংশ নিতে হবে। বাংলাদেশে এই কার্যক্রম বাস্তবায়নে বিএমইটির আওতাধীন একাধিক সরকারি টিটিসিকে অনুমোদন দেওয়া হয়েছে।
তালিকায় ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ-জার্মান টিটিসি এবং বাংলাদেশ-কোরিয়া টিটিসির নাম রয়েছে। চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া টিটিসি ছাড়াও রাজশাহী, ফরিদপুর, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, বগুড়া ও বরিশালের টিটিসিগুলোকে এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। পাশাপাশি যশোর, পাবনা, টাঙ্গাইল, সিলেট, নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের টিটিসিগুলোকেও অনুমোদিত টেস্ট সেন্টার হিসেবে দেখানো হয়েছে।
এছাড়া নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, নীলফামারী, শরীয়তপুর, মেহেরপুর ও মাদারীপুরের টিটিসিগুলোও তাকামোলের স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় টেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছে। তালিকার শেষে গাজীপুরে অবস্থিত বিআরটিসি ট্রেনিং সেন্টারের নামও উল্লেখ করা হয়েছে, যেখানে নির্দিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ ও স্কিল যাচাই করা হবে।
বিএমইটি জানিয়েছে, প্রার্থীদের নিজ নিজ এলাকার নিকটবর্তী অনুমোদিত টেস্ট সেন্টার থেকে স্কিল টেস্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। পরীক্ষার আগে প্রয়োজনীয় কাগজপত্র, ট্রেডভিত্তিক যোগ্যতা এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তি বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে স্কিল টেস্ট বা সনদ পাওয়ার প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে দক্ষ শ্রমিক হিসেবে কাজের সুযোগ বাড়াতে এই স্কিল ভেরিফিকেশন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও যাচাইকৃত দক্ষতা থাকলে কর্মীদের বিদেশে গিয়ে প্রতারণা, কাজ হারানো বা আইনি জটিলতার ঝুঁকি কমে।
বিএমইটি আরো জানিয়েছে, সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রার্থীদের স্কিল টেস্টের পাশাপাশি প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন, ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ অন্যান্য বাধ্যতামূলক প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। অনুমোদিত টেস্ট সেন্টারের মাধ্যমে নিয়ম মেনে স্কিল যাচাই সম্পন্ন করলে বিদেশে কর্মসংস্থানের পথ আরও নিরাপদ ও সহজ হবে-এমনটাই আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
logo-1-1740906910.png)