Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশ থেকে ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে আরো সহজে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩

বিদেশ থেকে ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে আরো সহজে

দেশজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ নিয়ে এসেছে নতুন সুবিধা। এখন থেকে কোনো অপেক্ষা বা কাগজপত্রের ঝামেলা ছাড়াই পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা সরাসরি বিকাশ একাউন্টে আনা যাবে। ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত এক লেনদেনে উত্তোলন করা সম্ভব। এছাড়া যে কোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং Q-Cash এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করার সুযোগ থাকছে।  

বিকাশ গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ থেকেই নতুন পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন। এ জন্য বিকাশ হোম পেজের রেমিটেন্স আইকনে ট্যাপ করে পেওনিয়ার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহক আইডিসহ একটি কনফার্মেশন ই-মেইল পাওয়া যাবে। তবে রেজিস্ট্রেশন সফল বা ব্যর্থ হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে পেওনিয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।  

যাদের আগে থেকেই পেওনিয়ার একাউন্ট আছে, তারা সহজেই সেটি বিকাশ অ্যাপের সঙ্গে লিংক করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই পেওনিয়ার একাউন্টের গ্রাহকের নাম ও বিকাশ একাউন্টের গ্রাহকের নাম একই হতে হবে। লিংক করার জন্য রেমিটেন্স আইকনে গিয়ে ‘আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন’ অপশনে ট্যাপ করে ই-মেইল/ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এরপর ওটিপি প্রদান করলেই লিংক সম্পন্ন হবে। একটি বিকাশ একাউন্টের সঙ্গে কেবল একটি পেওনিয়ার একাউন্টই লিংক করা যাবে।  

যদি কোনো গ্রাহক বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার সার্ভিস ব্যবহার করতে না পারেন, তবে জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করলেই তিনি এ সুবিধা গ্রহণের যোগ্য হবেন।  

পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তোলনের সর্বনিম্ন সীমা এক লেনদেনে ১ হাজার টাকা এবং সর্বোচ্চ সীমা ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিবার উত্তোলনের সময় পেওনিয়ার লেনদেনের মোট অ্যামাউন্টের ওপর ৩ শতাংশ কনভার্শন ফি এবং প্রতি লেনদেনে ১ ডলার চার্জ করবে। এছাড়া বিকাশ কিংবা সরকার নির্ধারিত অন্য কোনো চার্জ প্রযোজ্য নয়।  

১৯ মার্চ ২০২৪ থেকে পেওনিয়ারের মাধ্যমে বিকাশ একাউন্টে গ্রহণ করা টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে মাত্র ৭ টাকা চার্জ প্রযোজ্য হয়েছে। গ্রাহকেরা ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং বিকাশের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যাংকের Q-Cash এটিএম বুথ থেকে এ সুবিধা নিতে পারবেন।  

প্রতিবার সফলভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তোলনের পর গ্রাহক রিওয়ার্ড পয়েন্টস পাবেন। তবে এ সার্ভিসের ক্ষেত্রে সরকার প্রদত্ত ২.৫ শতাংশ প্রণোদনা প্রযোজ্য নয়।  

বাংলাদেশে ফ্রিল্যান্সিং একটি দ্রুত বর্ধনশীল খাত। হাজারো তরুণ-তরুণী আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে আয় করছেন। এতদিন তাদের আয়ের টাকা দেশে আনার ক্ষেত্রে নানা জটিলতা ছিল। ব্যাংকিং প্রক্রিয়া দীর্ঘ সময়সাপেক্ষ হওয়ায় অনেকেই বিকল্প পথ খুঁজতেন। বিকাশের নতুন এই উদ্যোগ ফ্রিল্যান্সারদের জন্য সময় ও খরচ দুটিই কমিয়ে আনবে।  

এখন ফ্রিল্যান্সাররা সহজেই তাদের আয় বিকাশ একাউন্টে আনতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী ক্যাশ আউট করতে পারবেন। এতে দেশের ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি আসবে এবং ফ্রিল্যান্সারদের আস্থা আরো বাড়বে।  

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার এই নতুন সুবিধা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। দ্রুত লেনদেন, কম চার্জ এবং সহজ প্রক্রিয়া; সব মিলিয়ে এটি ফ্রিল্যান্সারদের জীবনকে আরো সহজ করবে। তবে সরকার প্রদত্ত প্রণোদনা এ ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ায় কিছুটা সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে এটি দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরো শক্তিশালী করবে। 

Logo