ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেছে। এ উদ্যোগে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। ২৮ ডিসেম্বর সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন এবং নারীর সংখ্যা ৭৯ হাজার ৭০৪ জন। দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন নিবন্ধন করেছেন। এরপর কাতার থেকে ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে ৪৬ হাজার ৫৯২ জন, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৪৮৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। এ উদ্যোগকে প্রবাসী বাংলাদেশিদের গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রবাসী ভোটারদের এ বিপুল নিবন্ধন আসন্ন নির্বাচনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের অবদানকে আরও দৃশ্যমান করে তুলবে।
logo-1-1740906910.png)