Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিঘ্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৮

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিঘ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ২৭ ডিসেম্বর ভোর থেকে সকাল পর্যন্ত ফ্লাইট অবতরণে বড় ধরনের বিঘ্ন ঘটে। রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে আটটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানিয়েছেন, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় তিনটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ভারতের কলকাতায় এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ার পর কয়েকটি ফ্লাইট ঢাকায় ফিরে এলেও কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ হোটেল ও খাবারের ব্যবস্থা করেছে।  

এর আগে ২৬ ডিসেম্বরও একই কারণে শাহজালাল বিমানবন্দর থেকে পাঁচটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছিল। প্রায় প্রতি শীতেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। মূলত বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে কুয়াশায় অবতরণে সমস্যা দেখা দেয়।  

সাধারণত বৈমানিকরা খালি চোখে রানওয়ের অবস্থান নিশ্চিত হওয়ার পর উড়োজাহাজ অবতরণ করেন। কিন্তু কুয়াশা বা বৈরী আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে গেলে আইএলএস প্রযুক্তি প্রয়োজন হয়। এ প্রযুক্তি বৈমানিকদের উল্লম্ব ও অনুভূমিক নির্দেশনা দিয়ে অবতরণে সহায়তা করে।  

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে ক্যাটাগরি-১ আইএলএস ব্যবহৃত হচ্ছে। এ ব্যবস্থায় রানওয়ের দৃশ্যমানতা ৫০০ মিটারের নিচে নেমে গেলে উড়োজাহাজ অবতরণ করতে পারে না। ফলে শীতকালে ঘন কুয়াশার সময় প্রায়ই ফ্লাইট অবতরণে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে। 

Logo