Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসী অর্থনীতির খবর

স্বর্ণের ভরি প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭

স্বর্ণের ভরি প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাজুস (বাংলাদেশ জুয়েলার্স সমিতি) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম ২৮ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২২ টাকা।  

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে বাজুস জানিয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি হবে, তবে ব্যবসায়ীরা মনে করছেন এটি বাজারের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।  

এভাবে স্বর্ণের দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ ক্রেতাদের জন্য অলঙ্কার কেনা আরো ব্যয়বহুল হয়ে উঠছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ছে, কারণ দাম বৃদ্ধির ধারাবাহিকতা তাদের জন্য লাভজনক হতে পারে।

Logo