ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আগে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে পারবেন।
ব্রিফিংয়ে ইসি সচিব আরো জানান, মনোনয়নপত্র দাখিলসহ সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংককে। যাতে প্রার্থীরা বা তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যাংক-সংক্রান্ত কাজ ঠিকভাবে শেষ করতে পারেন।
নির্বাচনী আচরণবিধি মানা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আচরণবিধি প্রতিপালন করাই সবার দায়িত্ব। নির্বাচন কমিশনের লক্ষ্যও সেটিই।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটে নিবন্ধন করছেন প্রবাসী বাংলাদেশি ভোটাররা, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা।
এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া পাঁচটা পর্যন্ত মোট ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
অন্যদিকে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোও শুরু করেছে নির্বাচন কমিশন। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।
logo-1-1740906910.png)