Logo
×

Follow Us

বাংলাদেশ

চীনে স্বল্পকালীন ভিসা পাওয়া সহজ হলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

চীনে স্বল্পকালীন ভিসা পাওয়া সহজ হলো

চীন ভ্রমণের স্বল্পমেয়াদি ভিসা আবেদন প্রক্রিয়া আরো সহজ করেছে বেইজিং। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

২৩ ডিসেম্বর জারি করা এক নোটিশে দূতাবাস জানায়, চীন ভ্রমণে আগ্রহী স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমাতে এবং আবেদন প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির দিন থেকে শুরু করে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৮০ দিনের বেশি নয় এমন মেয়াদের ভ্রমণের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের শর্ত প্রযোজ্য হবে না।

চীনা দূতাবাসের ভাষ্য, এই সুবিধা মূলত পর্যটন, ব্যবসা, স্বল্পমেয়াদি পারিবারিক সফরসহ বিভিন্ন স্বল্পমেয়াদি ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। এতে করে ভিসা আবেদন করতে সময় ও প্রক্রিয়াগত জটিলতা কমবে বলে আশা করছে দূতাবাস।

তবে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, সব ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। চীনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, ডি (D), জে-১ (J1), কিউ-১ (Q1), এস-১ (S1), এক্স-১ (X1) এবং জেড (Z) ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রদান অবশ্যই বাধ্যতামূলক থাকবে। এসব ভিসা সাধারণত দীর্ঘমেয়াদি অবস্থান, কাজ, পড়াশোনা, সাংবাদিকতা বা পারিবারিক পুনর্মিলনের সঙ্গে সম্পর্কিত।

দূতাবাস জানায়, এই ক্যাটাগরির ভিসাধারীদের চীনে প্রবেশের পর আবাসিক অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়। সে কারণেই নিরাপত্তা ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের বিধান বহাল রাখা হয়েছে।

ভিসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি ও প্রযোজ্য শর্তাবলি জানতে আগ্রহী আবেদনকারীদের ঢাকার চীনা ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস। সেখানে আবেদনকারীরা সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরি অনুযায়ী হালনাগাদ নির্দেশনা ও সহায়তা পেতে পারবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে চীনে স্বল্পমেয়াদি ভ্রমণ বিশেষ করে ব্যবসা ও পর্যটন খাতে আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় আবেদনকারীদের সময় ও খরচ কিছুটা সাশ্রয় হবে বলেও আশা করা হচ্ছে।

Logo