মানব পাচার ও অনিয়মিত অভিবাসন রোধে সচেতনতা জরুরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০১
মানব পাচার ও মানব চোরাচালানকে একটি ভয়াবহ অভিশাপ হিসেবে উল্লেখ করে এ থেকে বেরিয়ে আসতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন মিঠু। তিনি বলেন, অভিবাসনের সময় সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। নিরাপদ অভিবাসনের সঠিক পথ সম্পর্কে জানা গেলে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন অনেকটাই রোধ করা সম্ভব।
২৩ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্র্যাকের অর্থায়নে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ‘মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. বোরহান উদ্দিন মিঠু কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার ঝুঁকিপূর্ণ বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই পথে বিদেশ যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। কেউ নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ জঙ্গলে আশ্রয় নিতে গিয়ে মানব পাচারকারীদের কবলে পড়ে বিক্রি হয়ে যাচ্ছেন। যে কোনো মূল্যে এই অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পথ বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়, দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোহেল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঐত্রী মৃধা। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাও আলোচনায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্য সচিব প্রজিত রায়। তিনি স্বাগত বক্তব্যে মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের খুলনা এমআরএসসির কো-অর্ডিনেটর অশোক বালা। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, প্রশিক্ষণ এবং পুনরেকত্রীকরণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ব্র্যাক দেশে ও দেশের বাইরে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণ এবং অভিবাসন খাতে নীতিগত সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
logo-1-1740906910.png)