২৫ ডিসেম্বর বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত কেবল টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।
২৩ ডিসেম্বর বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া কোনো সহযাত্রী বা দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই দিন এসব এলাকায় বড় ধরনের যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে নির্ধারিত ফ্লাইট সময়ের অনেক আগেই বাসা থেকে রওনা দেওয়ার আহ্বান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, আগেভাগে বিমানবন্দরে পৌঁছালে চেক-ইন, ইমিগ্রেশন ও নিরাপত্তা কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশা প্রকাশ করেছে, যাত্রীদের এই সহযোগিতায় ২৫ ডিসেম্বরের ভ্রমণ আরো নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ঝামেলামুক্ত হবে।
logo-1-1740906910.png)