Logo
×

Follow Us

বাংলাদেশ

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমার তারিখ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমার তারিখ ঘোষণা

২০২৬ সালের হজে অংশ নিতে প্রাথমিকভাবে নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত এক পত্রে জানানো হয়, হজ ২০২৬-এর জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে আগ্রহী হজযাত্রীরা তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ পরিশোধ করা বাধ্যতামূলক।

পত্রে আরো বলা হয়, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা দেননি, তাদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি, আবাসন, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনা সময়মতো সম্পন্ন করার জন্য অর্থ জমাদানের নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ করা জরুরি। এতে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট হজযাত্রীদের নিজ নিজ এজেন্সি বা নির্ধারিত সরকারি চ্যানেলের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত অর্থ পরিশোধের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে যে কোনো বিভ্রান্তি এড়াতে হজ-সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা নিয়মিতভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

Logo