Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রশিক্ষণ নিয়ে সার্বিয়া গেছেন ১১ বাংলাদেশি কর্মী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩

প্রশিক্ষণ নিয়ে সার্বিয়া গেছেন ১১ বাংলাদেশি কর্মী

ওয়েল্ডিং ও শিপিং-সংক্রান্ত দক্ষতা অর্জনের মাধ্যমে ইউরোপের দেশ সার্বিয়ায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। ২১ ডিসেম্বর রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় অবস্থিত জে আই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সার্বিয়াগামী এসব কর্মী বিকেল ৪টার ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন। তারা সবাই ওয়েল্ডিং ও শিপিং পেশায় নির্ধারিত সময় ধরে প্রশিক্ষণ সম্পন্ন করে বিদেশি প্রতিনিধি দলের মৌখিক পরীক্ষায় (ভাইভা) উত্তীর্ণ হয়ে ভিসা অর্জন করেছেন।

সার্বিয়াগামী কর্মীদের একজন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা দুলাল বলেন, “আমি আগে সিঙ্গাপুরে কাজ করেছি। প্রায় ১০ মাস আগে এখানে ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নিই। পরে বিদেশি ডেলিগেটদের কাছে ভাইভা দিয়ে ভিসা পেয়েছি। ইউরোপে কাজ করার সুযোগ পেয়ে আমি আশাবাদী।”

মানিকগঞ্জ থেকে সার্বিয়া যাচ্ছেন আরেক কর্মী মিজানুর রহমান জানান, “পাঁচ মাসের প্রশিক্ষণ শেষ করার পর এক বছরের মধ্যেই ভিসা পেয়েছি। বৈধভাবে বিদেশে যেতে পারছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।”

জে আই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ম্যানেজার মোহাম্মদ রাজীব হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ প্রক্রিয়ায় দক্ষ শ্রমিক পাঠিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এবার সার্বিয়ায় ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাঠানো হচ্ছে।”

তিনি আরো বলেন, “আমরা সব সময় বৈধ জনশক্তি রপ্তানিতে গুরুত্ব দিই। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তবে গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কিছুটা বিলম্ব হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার ইউরোপসহ বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠানোর কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।”

বিদায়ী অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সিদ্দিকুর রহমান, মো. আজহার ও মো. সানাউল্লাহসহ অন্য অতিথিরা।

Logo