বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১১
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বিবিসি, আলজাজিরা ও রয়টার্সসহ প্রভাবশালী গণমাধ্যমগুলো দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ লাইভ ব্লগ ও বিশেষ প্রতিবেদনে তুলে ধরছে।
১৯ ডিসেম্বর বিকেলে আলজাজিরার প্রধান শিরোনাম ছিল- ‘আন্দোলনের প্রভাবশালী নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে’। প্রতিবেদনে বলা হয়, গত বছর ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যুর পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলমান পরিস্থিতি লাইভ ব্লগে ধারাবাহিকভাবে আপডেট করছে আলজাজিরা।
বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশ রকড বাই ডেথ অব স্টুডেন্ট লিডার, গভর্নমেন্ট ব্লেমস ফ্রিঞ্জ এলিমেন্টস’। রয়টার্স জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ছাত্রনেতার মৃত্যু রাজনৈতিক অস্থিরতাকে উসকে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি গণমাধ্যম কার্যালয় এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনের শিরোনাম, ‘আন্দোলনের তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে সহিংসতা অব্যাহত’। এতে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিবিসির খবরে উল্লেখ করা হয়, একটি পক্ষ দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া ভারতের এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া এবং পাকিস্তানের ডন ও জিও টিভির অনলাইন সংস্করণেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনে নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা এবং সহিংসতার প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
পটভূমিতে বলা যায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় একটি মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
হাদির মৃত্যু ঘিরে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক গণমাধ্যম।
logo-1-1740906910.png)