Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় চলাচলে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১০

ঢাকায় চলাচলে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় তীব্র যানজটের আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার তাদের ওয়েবসাইটে নিয়মিত সতর্কবার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, যুবনেতা শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। ২০ ডিসেম্বর জোহরের নামাজের পর দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন দূতাবাস জানায়, জানাজাকে কেন্দ্র করে শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত ও পরিকল্পিত সমাবেশের সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে ঢাকা ও আশপাশের এলাকায় চলাচলের বিষয়ে সতর্ক থাকতে নিজ নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, যাদের ওই এলাকায় যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাদের সময়সূচি পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো সময় সংঘাত বা সহিংসতায় রূপ নিতে পারে- এমন সম্ভাবনাও মাথায় রাখতে বলা হয়েছে।

এছাড়া বড় ধরনের বিক্ষোভ বা জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে স্থানীয় গণমাধ্যমের হালনাগাদ তথ্য নিয়মিত অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে।

Logo