Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবগামী কর্মীদের জন্য বিএমইটির সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২২:০৮

সৌদি আরবগামী কর্মীদের জন্য বিএমইটির সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সৌদি আরবগামী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে তাকামল কর্তৃক পরিচালিত স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP)-এ অংশগ্রহণ বাধ্যতামূলক।  

বিএমইটি জানিয়েছে, স্কিল টেস্টের জন্য নির্ধারিত ফি হলো ৫০ মার্কিন ডলার বা সমপরিমাণ বাংলাদেশি টাকা (প্রায় ৬২০০ টাকা)। এর বেশি অর্থ প্রদানের কোনো সুযোগ নেই। অতিরিক্ত অর্থ দিয়ে পরীক্ষায় পাস করার কোনো ব্যবস্থা নেই।   

বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রলোভনে প্রতারিত হবেন না। নির্ধারিত ফির বাইরে অর্থ প্রদান করলে তা সম্পূর্ণ অবৈধ।  

SVP পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। বর্তমানে বিএমইটি পরিচালিত ১০৪টি টিটিসিতে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষতার ঘাটতি থাকলে ২৫টি টিটিসিতে ৩ দিনের প্রস্তুতিমূলক স্কিল ট্রেনিং নেওয়ার ব্যবস্থা রয়েছে।  

যদি কোনো কর্মী স্কিল টেস্ট সংক্রান্ত অবৈধ লেনদেনে জড়িত থাকে, তাকামল কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট লক করে দেবে। ফলে তিনি আর সৌদি আরবে যেতে পারবেন না।  

স্কিল টেস্ট দেওয়ার জন্য কর্মীদের www.svp-international.pace.sa পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে টেস্ট সেন্টারের তালিকা, ফলাফল এবং সার্টিফিকেট যাচাইয়ের সুযোগ রয়েছে।  

তাকামল পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ প্রচার বা আর্থিক লেনদেন করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।  

সৌদি আরবগামী কর্মীদের জন্য বিএমইটির এই সতর্কতা স্পষ্ট করেছে যে, নির্ধারিত নিয়ম মেনে চলা ছাড়া অন্য কোনো উপায়ে স্কিল টেস্টে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই। তাই প্রবাসীদের উচিত দালালদের ফাঁদে না পড়ে নিজ দক্ষতার ভিত্তিতে পরীক্ষায় অংশ নেওয়া। 

Logo