বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস দিল পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২২:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে মন্ত্রণালয়।
১৮ ডিসেম্বর বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সভায় বিদেশি দূতাবাসগুলোকে হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। সভায় প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। কূটনীতিকদের বলা হয়, তারা চাইলে পর্যবেক্ষক প্রেরণ করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সচেষ্ট রয়েছে। দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)