বাংলাদেশ কৃষি ব্যাংক জিএমের পরামর্শ
রেমিট্যান্স অর্জনে কৃষি ব্যাংকের তাক লাগানো সাফল্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:১৪
প্রবাসে থাকেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশি। বছরে তারা দেশে পাঠাচ্ছেন ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। আর এই সময়ে এক কৃষি ব্যাংকের মাধ্যমেই রেমিট্যান্স এসেছে ৮১ মিলিয়ন মার্কিন ডলার।
তথ্যে আরো দেখা যায়, সরকারি ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স আনার দিক থেকে শীর্ষে রয়েছে কৃষি ব্যাংক। আর সামগ্রিকভাবে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষায়িত এই ব্যাংকটি। বিগত বছরগুলোতে দশম, সপ্তম ও চতুর্থ অবস্থান থাকা কৃষি ব্যাংকের রেমিট্যান্স অর্জনে শীর্ষ অবস্থানে উঠে আসাকে তাক লাগানো সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও যেখানে ব্যাংকটি দশম অবস্থানে ছিল, সেখান থেকে পর্যায়ক্রমে সপ্তম, চতুর্থ এবং অবশেষে বর্তমান ক্যালেন্ডার বছরের প্রথম ১১ মাসের হিসাবে সব সরকারি ব্যাংকের মধ্যে প্রথম এবং সামগ্রিকভাবে দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান জানালেন, বিশেষায়িত ব্যাংক বলে দেশ গ্রামের মানুষের সাথে ব্যাংকটির রয়েছে নিবিড় সম্পর্ক। সারাদেশের ইউনিয়ন পর্যায় ও প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ব্যাংকটির ১ হাজার শাখা। তার মধ্যে ৬০০টি শাখাই দেশের প্রত্যন্ত অঞ্চলে। ফলে গ্রামগঞ্জের মানুষ কৃষি ব্যাংককে ‘আপন ব্যাংক’ হিসেবেই মনে করে, যা প্রবাসীদের পরিবারের জন্য ব্যাংকটিকে সবচেয়ে সহজলভ্য করে তুলেছে। সে জন্য প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমেই তাদের রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন।
দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পৌঁছে দিতে কৃষি ব্যাংক আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে। ফলে এনপিএসবির মাধ্যমে মুহূর্তেই নিরাপদে রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে প্রবাসীর পরিবারের হাতে। মুস্তাফিজুর রহমান আরো জানান, বিশ্বব্যাপী টাকা পাঠানোর প্রক্রিয়া সহজ করতে মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়াসহ প্রায় ৪৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অর্গানাইজেশনের (MTO) সাথে চুক্তি করা হয়েছে এবং নতুন নতুন কোম্পানির সাথে চুক্তি সম্প্রসারণ করা হচ্ছে।
তাছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকের মোবাইল ওয়ালেটে সরাসরি টাকা পাঠানোর সুবিধাও দিচ্ছে ব্যাংকটি। যাতে প্রবাসী গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে।
তৃণমূল পর্যায়ে শক্তিশালী উপস্থিতি, প্রবাসী-বান্ধব কৌশলগত উদ্যোগের সমন্বয়ে ব্যাংকটি রেমিট্যান্স খাতে নিজেদের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন কৃষি ব্যাংকের কর্মকর্তারা।
logo-1-1740906910.png)