Logo
×

Follow Us

বাংলাদেশ

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৮ সাংবাদিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৮ সাংবাদিক

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন ১৮ জন সাংবাদিক। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ প্রধান ম্যাক্স ট্যানন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।


পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন

জাতীয় দৈনিক বিভাগ:

প্রথম: রাজীব আহমদ (দৈনিক সমকাল)

দ্বিতীয়: রাসেল আহমেদ (কালের কণ্ঠ)

তৃতীয়: কানিজ ফাতেমা (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও মো. মহিউদ্দিন (প্রথম আলো)


আঞ্চলিক পত্রিকা বিভাগ:

প্রথম: তরিকুল ইসলাম মোহাম্মদ হাসান (বাংলার পত্রিকা)

দ্বিতীয়: মোহাম্মদ শরীফ ইকবাল (গ্রামীণ দর্পণ)

তৃতীয়: আয়শা সিদ্দিকা (সুবর্ণগ্রাম)


অনলাইন বিভাগ:

প্রথম: কামরান সিদ্দিকী, জসিম উদ্দিন ও সালেহ শফিক (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

দ্বিতীয়: রায়হান আহমদ (জাগোনিউজ২৪)

তৃতীয়: মো. আবদুল্লাহ (বাংলাভিশন)


টেলিভিশন সংবাদ বিভাগ:

প্রথম: সম্রাট হোসেন (চ্যানেল ২৪)

দ্বিতীয়: মাসুদা খাতুন (নিউজ ২৪)

তৃতীয়: সাজিদ আরাফাত (এখন টিভি)


অনুসন্ধানী টেলিভিশন প্রোগ্রাম বিভাগ: ইনডিপেনডেন্ট টিভির তালাশ (নাজমুল সাঈদ ও রাকিবুল হাসান)

রেডিও বিভাগ: বাদশা মিয়া (রেডিও তেহরান, ঢাকা)


বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “অভিবাসীদের গল্প তুলে ধরেন সাংবাদিকরা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসন হতে হবে নিরাপদ।” তিনি জানান, ইউরোপ ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়া হবে।


ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “সংখ্যার পেছনে যে মানুষগুলো আছে, তাদের গল্প সামনে আসা উচিত।” তিনি ঘোষণা দেন, ব্র্যাক সাংবাদিকদের বিদেশে পাঠিয়ে প্রবাসীদের জীবন নিয়ে প্রতিবেদন করার সুযোগ করে দেবে।


আইএলওর বাংলাদেশ প্রধান ম্যাক্স ট্যানন বলেন, “বাংলাদেশ থেকে অভিবাসন খরচ অনেক বেশি। সাংবাদিকরা নীতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

এবারের অ্যাওয়ার্ডের বিচারক ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান এবং নিউজ ২৪-এর সাবেক প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী।

Logo