Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র হঠাৎ বন্ধ; উত্তেজনা বাংলাদেশ-ভারত সম্পর্কে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯

ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র হঠাৎ বন্ধ; উত্তেজনা বাংলাদেশ-ভারত সম্পর্কে

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। বাংলাদেশ সরকার বলছে, তারা ‘গুড টু ওয়ার্কিং রিলেশন’ চায়। কিন্তু দুই দেশ সম্পর্ককে এগিয়ে নিতে পারেনি। ফলে টানাপোড়েন রয়ে গেছে।    

গত ১৪ ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। আর তিন দিন পর সকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরো বেড়েছে।  

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সম্পর্ক এগোতে হলে দুই পক্ষকেই চেষ্টা করতে হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে অশান্ত করছে।  

তৌহিদ হোসেন বলেন, ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত দিচ্ছে, যা অগ্রহণযোগ্য। তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে যখন নির্বাচন প্রহসনমূলক ছিল, তখন ভারত কোনো মন্তব্য করেনি। এখন সরকার একটি ভালো নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাইছে, তখন ভারত উপদেশ দিচ্ছে। পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ থাকলেও ভারতের এ ধরনের বিবৃতি গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভারত সব সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারত না।  

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নিরাপত্তার কারণে তারা বন্ধ রাখতে পারে। তবে কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে ভারত কিছু জানায়নি।  

জুলাই ঐক্যের ডাকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশ আটকে দেয়। বিক্ষোভকারীরা সেখানে বসে স্লোগান দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যার মামলার সাজাপ্রাপ্ত অনেক খুনি ভারতে পালিয়েছে এবং ভারত তাদের আশ্রয় দিয়েছে।  

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতার ডাক দেওয়া অবাস্তব। ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ এ ধরনের চিন্তা করতে পারে না, আর ভারতও চুপ করে বসে থাকবে না। 

Logo