Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩

বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামগঞ্জে গেলেই বোঝা যায় কীভাবে দালালরা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।  

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার প্রসঙ্গ এলেই একটি শব্দ ঘুরেফিরে আসে- দালাল। তিনি উল্লেখ করেন, অনেক পরিবার আশা নিয়ে ছেলেকে বা স্বামীকে বিদেশে পাঠাতে টাকা জোগাড় করে, ধার নেয় বা ব্যাংক থেকে ঋণ নেয়। কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই তাদের ভাগ্যে জোটে প্রতারণা।  

প্রধান উপদেষ্টা বলেন, দালাল সমস্যাকে ঘিরে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তার বেশির ভাগই উপরের স্তরে সীমাবদ্ধ। এগুলো গুরুত্বপূর্ণ হলেও সমস্যার গভীরে প্রবেশ করা যাচ্ছে না। ফলে মূল সংকট থেকেই যাচ্ছে। তিনি আরো বলেন, এই সমস্যা আরো কঠিন ও জটিল। এর সমাধানে যে মাত্রার প্রচেষ্টা প্রয়োজন, তা এখনো পুরোপুরি করা সম্ভব হয়নি।  

ড. ইউনূস বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের সংকট রয়েছে, অথচ বাংলাদেশ তারুণ্যের এক বিশাল খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান সম্পদ। তিনি বলেন, সারা পৃথিবীকেই বাংলাদেশের দিকে তাকাতে হবে, কারণ এত বিপুল তরুণ শ্রমশক্তি অন্য কোথাও নেই।  

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও কল্যাণে অন্তর্বর্তী সরকার নীতিগত ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করছে। তিনি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

Logo