ডিজিটালাইজেশনের কারণে প্রবাসীরা উন্নত সেবা পাচ্ছে: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২২
বিদেশগামী কর্মীদের সেবায় ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি ও ভোগান্তি আগের তুলনায় অনেক কমেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বিদেশে গমনের প্রক্রিয়া এখন শতভাগ ডিজিটালাইজড, ফলে প্রতারণা ও হয়রানির সুযোগ অনেক কমে গেছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, “প্রবাসী অ্যাপসের মাধ্যমে অতীতে শত শত কোটি টাকা আদায় করা হতো। বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের নানা ধরনের দুর্নীতি ও প্রতারণার শিকার হতে হতো। আমরা প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে সেই দুর্নীতি বন্ধ করেছি। আইওএম ও আইএলও আমাদের সহযোগিতা করেছে। এখন ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সব প্রক্রিয়া অনলাইনে হচ্ছে।”
তিনি আরো বলেন, “ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে। তবে মনে রাখতে হবে, মেশিনের পেছনে মানুষ থাকে। তাই দায়িত্বশীলতা নিশ্চিত করাও জরুরি।”
আসিফ নজরুল জানান, প্রথমবারের মতো ভোটার হিসেবে নিবন্ধিত প্রবাসীরা ভোট দিতে পারবেন। তিনি বলেন, “প্রবাসীদের গুরুত্ব দেওয়ার প্রতিফলন আমরা দেখিয়েছি। ঢাকা এয়ারপোর্টে রুটিন কাজের বাইরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। যদিও এগুলো যথেষ্ট নয়, তবে এটি একটি সূচনা।”
উপদেষ্টা বলেন, “সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিক চুক্তি করেছে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল আসবে। সৌদি মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান বা ভারতের সঙ্গে এ ধরনের চুক্তি হয়নি, বাংলাদেশের সঙ্গে হয়েছে।”
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, “আমরা মালয়েশিয়ার সিন্ডিকেটকে সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা দৃঢ়ভাবে বলেছি, সিন্ডিকেট হতে দেব না। শ্রমিকদের থেকে অবৈধভাবে মুনাফা অর্জনকারী সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেছি এবং অন্তত এখনো হতে দিইনি”।
তিনি বলেন, “আমাদের পরবর্তী সরকার যদি মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা, ঈমান ও কৃতজ্ঞতাবোধ রাখে, তবে আমরা যে কাজগুলো করেছি সেগুলো এগিয়ে নেবে। তারা আমাদের চেয়ে বেশি সময় পাবে এবং প্রবাসীদের কল্যাণে আরো অনেক ব্যবস্থা নিতে পারবে।”
logo-1-1740906910.png)