Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্যাগেজ নিরাপত্তায় কর্মীদের বডি ক্যামেরা চালু করল বিমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯

ব্যাগেজ নিরাপত্তায় কর্মীদের বডি ক্যামেরা চালু করল বিমান

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী এবং যাত্রীদের লাগেজ থেকে চুরি ও তালাকাটা বন্ধ করতে লাগেজ হ্যান্ডলিংয়ের কাজে থাকা কর্মীদের জন্য বডি ক্যামেরা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এই উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের বডি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বিমানের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ নামানো, কনভেয়ার বেল্ট দিয়ে পরিবহন এবং যাত্রীদের কাছে চূড়ান্তভাবে হস্তান্তরের পুরো প্রক্রিয়াই ধারাবাহিকভাবে নজরদারির আওতায় আসবে। 

উদ্যোগটি বিমানের নিজস্ব অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি যেসব বিদেশি উড়োজাহাজ সংস্থার গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান প্রদান করে, সেসব আন্তর্জাতিক ফ্লাইটেও প্রযোজ্য হবে।

যাত্রীদের কাছ থেকে ব্যাগেজ সংক্রান্ত কোনো অভিযোগ এলে, সংরক্ষিত বডি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ঘটনার সত্যতা যাচাই এবং সময়োপযোগী ও যথাযথ সমাধান নিশ্চিত করা যাবে।

বিমানের কর্মকর্তারা জানান, এ পদক্ষেপ ব্যাগেজ নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও কর্মীদের জবাবদিহিতা উন্নত করবে।

Logo