Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের চোখে বিজয় দিবস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

প্রবাসীদের চোখে বিজয় দিবস

স্বাধীনতার ৫৪ বছর পরও প্রবাসীদের কাছে বাংলাদেশ একটি আবেগের জায়গা। দেশ থেকে দূরে থাকলেও তারা জাতীয় দিবসগুলোতে বিশেষভাবে দেশকে মনে করেন। বিশেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্রবাসী বাংলাদেশিদের কাছে শুধু একটি তারিখ নয়, বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।  

যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ফেসবুক রিল ও পোস্টে তারা লাল-সবুজ পতাকা হাতে ছবি দেন, জাতীয় সংগীত গেয়ে ভিডিও শেয়ার করেন। প্রবাসী কমিউনিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিশু-কিশোরদের দেশপ্রেমমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে তারা নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতে চান।  

প্রবাসীরা শুধু আবেগে নয়, অর্থনৈতিকভাবেও দেশের সঙ্গে যুক্ত। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বিজয় দিবসের মতো জাতীয় দিবসে তারা মনে করিয়ে দেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তাদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ।  

প্রবাসীরা বিদেশে থেকেও দেশীয় পণ্য ব্যবহার করেন। লাল-সবুজ পতাকা, দেশীয় খাবার, পোশাক; সবকিছুই তাদের কাছে বিজয় দিবসের আবেগকে আরো গভীর করে তোলে। অনেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন, কীভাবে তারা বিদেশে থেকেও দেশীয় সংস্কৃতিকে লালন করছেন।  

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। সেই বিজয়ের স্মৃতি প্রবাসীদের কাছে আরো মূল্যবান, কারণ তারা দূরে থেকেও দেশের মর্যাদা ও স্বাধীনতাকে ধারণ করেন। বিজয় দিবস তাদের কাছে স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবনের দিন।  

লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, দুবাই, কুয়ালালামপুরসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করে। পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের গান পরিবেশন, আলোচনা সভা এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। স্থানীয় সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে এসব আয়োজনের খবর প্রকাশিত হয়।  

ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রবাসীদের তৈরি ভিডিও ও রিল ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তারা বিজয় দিবসে দেশীয় গান গাইছেন, পতাকা হাতে মিছিল করছেন কিংবা শিশুদের জাতীয় কবিতা আবৃত্তি করাচ্ছেন। এসবই প্রমাণ করে, প্রবাসীরা দূরে থেকেও দেশের সংস্কৃতি ও ইতিহাসকে বাঁচিয়ে রাখছেন। 

Logo