নির্বাচনের তফসিল ঘোষণা: প্রথমবারের মতো প্রবাসী ভোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জাতির উদ্দেশে ভাষণে ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে সাধারণ নির্বাচন হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার-সংক্রান্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫ এর ওপর গণভোট। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি চলবে যাচাই-বাছাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি। এসব আপিল ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে।
সিইসি জানান, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে প্রচার। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবে কার্যকর হচ্ছে- এ তথ্যও ভাষণে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, বিদেশে অবস্থানরত যোগ্য ভোটাররা নির্ধারিত প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ভোট দিতে পারবেন।
logo-1-1740906910.png)