Logo
×

Follow Us

বাংলাদেশ

পোস্টাল ব্যালট নিবন্ধনে শীর্ষে আছে কোন দেশ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

পোস্টাল ব্যালট নিবন্ধনে শীর্ষে আছে কোন দেশ?

দেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ব্যালটের প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়ছে। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৩ লাখ ১৩ হাজার ৭৯ জন প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন।

দেশগুলোর মধ্যে নিবন্ধনে শীর্ষে আছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে থাকা ৩২ লাখ প্রবাসীর মধ্যে নিবন্ধন করেছেন ৮৬ হাজার ২৪ জন।  

২৫ হাজার ৮৩৭ জন নিবন্ধন করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কাতারের প্রবাসীরা। তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। দেশটিতে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ২০ হাজার ৭৯৪ জন নিবন্ধন করেছেন। 

দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে বাস করলেও দেশটিতে নিবন্ধিত হয়েছেন মাত্র ২০ হাজার ৩৯৯ জন। আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশটির ভোটার নিবন্ধন সংখ্যা এখনো আশাব্যঞ্জক নয়। আমিরাতের আজমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আবদুল কুদ্দুস মাইগ্রেশন কনসার্নকে জানিয়েছেন, দূতাবাস বা কনসাল জেনারেল অফিসের বাইরে প্রচারণা প্রবাসীদের দ্বারে নিতে হবে। 

সম্প্রতি দুবাইয়ের কনসাল জেনারেল অফিসে আয়োজিত এ নিয়ে এক প্রচারণা সভায় প্রবাসীরা আহ্বান জানিয়েছেন, সমন্বিত ও জোরদার প্রচারণা হাতে নিলে দ্রুত বাড়তে পারে প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা। সে ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা জনপ্রিয়, তাদেরও কাজে লাগানো যেতে পারে।

অন্যদিকে ওমানে নিবন্ধন করেছেন ১৩ হাজার ১১৫ জন, কুয়েতের ৮ হাজার ৪৭৯ জন। আর বাহরাইনে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫১৮ জন প্রবাসী বাংলাদেশি।

Logo