ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলালিংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮
দেশের অন্যতম টেলিকম অপারেটর বাংলালিংক এখন আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পেমেন্ট সার্ভিসে আসতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি (PSP) হিসেবে কার্যক্রম শুরু করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় প্রযুক্তিগত কাঠামো প্রস্তুত হলে কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করবে এবং পরবর্তী সময়ে চূড়ান্ত লাইসেন্স দেবে।
পিএসপি লাইসেন্সের মাধ্যমে বাংলালিংক ডিজিটাল পেমেন্ট প্রসেস করতে পারবে। তবে ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গ্রাহকের জমা বা ডিপোজিট রাখার অনুমতি থাকবে না। অর্থাৎ বিকাশ, নগদ বা রকেটের মতো সরাসরি ওয়ালেট অপারেশন নয়; বরং পেমেন্ট প্রসেসিংয়ে তারা ভূমিকা নেবে।
লাইসেন্স পাওয়ার ফলে বাংলালিংক এখন মানি ট্রান্সফার, মার্চেন্ট পেমেন্ট, ইউটিলিটি ও সরকারি বিল পরিশোধ, স্যালারি ও অন্যান্য ডিসবার্সমেন্ট সার্ভিস পরিচালনা করতে পারবে।
শিল্প-বিশ্লেষকদের মতে, এই অনুমোদনের পর ডিজিটাল পেমেন্ট সেক্টরে এক নতুন প্রতিযোগিতা তৈরি হবে। বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের সঙ্গে এখন সরাসরি প্রতিযোগিতায় নামবে বাংলালিংক।
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়নের বৈশ্বিক অভিজ্ঞতা থাকায় তারা এই সার্ভিসকে আরো আধুনিক করে তুলতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাপ্ত বিবৃতিতে বাংলালিংকের সিইও জোহান বুসে বলেন, দেশজুড়ে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক এবং ভিয়নের বৈশ্বিক সক্ষমতা মিলিয়ে বাংলাদেশে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরির লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছেন। তার ভাষায়, সহজ, নিরাপদ এবং সবার নাগালের মধ্যে থাকা ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করাই মূল অঙ্গীকার।
তিনি আরো বলেন, তাদের DO1440 স্ট্র্যাটেজি অনুযায়ী মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি মিনিটকে আরো সমৃদ্ধ করা- এই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে জীবনযাত্রা সহজ করা এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরো গতিশীল করাই তাদের উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটি জানায়, পিএসপি হিসেবে কার্যক্রম শুরু হলে গ্রাহকরা একাধিক সেবা এক প্ল্যাটফর্মেই পাবেন। যেমন- তাৎক্ষণিক টাকা পাঠানো, রেমিট্যান্স সেবা, বিল পেমেন্ট, ই-কমার্স ও মার্চেন্ট ট্রানজেকশন, স্যালারি ডিসবার্সমেন্ট, এমনকি ভবিষ্যতে মাইক্রো-সেভিংস ও ইনস্যুরেন্স প্রিমিয়াম পেমেন্টের মতো নতুন সেবা যুক্ত হবে।
বাংলালিংক জানায়, বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তারা এখন বাণিজ্যিক উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত করছে। নতুন এই উদ্যোগকে দেশের ডিজিটাল পেমেন্ট সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)