Logo
×

Follow Us

বাংলাদেশ

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলে স্বস্তিতে সাধারণ মানুষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলে স্বস্তিতে সাধারণ মানুষ

পাসপোর্ট করতে আর পুলিশের তদন্ত লাগবে না- এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আগারগাঁও পাসপোর্ট অফিসে দেখা গেছে, আগের মতো উপচে পড়া ভিড় নেই, ছবি তোলা শেষে আবেদনকারীরা হাসিমুখে বের হচ্ছেন। এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল।

এ প্রতিবেদনে ধামরাইয়ের মিম আক্তার বলেন, পাঁচ বছর আগে নিজের পাসপোর্ট করতে গিয়ে পুলিশের ডিএসবি শাখার এক কর্মকর্তা বাড়িতে এসে হোল্ডিং নম্বরের বানান ভুলের অজুহাতে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছিল। এবার মেয়ের পাসপোর্ট করতে এসে শুনলেন পুলিশ ভেরিফিকেশন বাতিল হয়েছে, তার মুখে ফুটে উঠল স্বস্তির হাসি।

পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, পুলিশি প্রতিবেদন বন্ধ হওয়ায় প্রায় এক লাখ আবেদনকারীর পাসপোর্ট দেওয়া সহজ হয়েছে। আগে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও পুলিশি প্রতিবেদন না আসায় আবেদন ঝুলে থাকত।

মিরপুরের বাসিন্দা আলামিন বলেন, “আমরা এ দেশের নাগরিক, জাতীয় পরিচয়পত্র আছে। যদি কোনো অপরাধ থেকে থাকে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু পাসপোর্টের জন্য তদন্তে যাওয়া অপ্রয়োজনীয়। এই নিয়ম তুলে দেওয়ায় হয়রানি কমেছে।”

তবে প্রথমবার আবেদন করতে আসা নাজমুন নাহার অর্পিতা বলেন, “তথ্য যাচাইয়ের জন্য তদন্ত দরকার। কিন্তু পুলিশ যেভাবে হয়রানি করে, সেটা দুঃখজনক। আগে টাকা না দিলে প্রতিবেদন আটকে রাখা হতো।”

সিরাজগঞ্জ থেকে সুপার এক্সপ্রেস আবেদন করা মেহেদী হাসান বলেন, “পুলিশি তদন্ত তুলে দেওয়ায় একধাপ হয়রানি কমেছে। আগে পাসপোর্ট অফিস নিয়ে মানুষের মনে নেতিবাচক ভাবনা ছিল, এখন তা বদলেছে।”

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান বলেন, “পুলিশি প্রতিবেদন বিলম্বিত হওয়ায় আবেদনকারীরা ভোগান্তিতে পড়তেন। এখন সেই সমস্যা নেই। দালাল-প্রতারকের দৌরাত্ম্যও কমেছে।”

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে।

Logo