উচ্চশিক্ষার খবর
রোমানিয়ার শিক্ষা ভিসা কেন্দ্র বাড়ানো নিয়ে সরকারের সুখবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১২
রোমানিয়ায় শিক্ষা ভিসার আবেদন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের শিক্ষার্থী যারা রোমানিয়ায় পড়তে যেতে ইচ্ছুক, তাদের ভিসা আবেদন জমা দেওয়ার স্থানের সংখ্যা বাড়ানো হয়েছে।
দেশের শিক্ষার্থীরা এখন থেকে কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় ও থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে রোমানিয়ার দূতাবাসে স্টুডেন্ট ভিসা আবেদন জমা দিতে পারবেন।
আগে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা পেতে চাওয়া শিক্ষার্থীদের আবেদন দিল্লিতে পাঠানো হতো। দিল্লিতে গিয়ে সেখানকার রোমানিয়া দূতাবাসে সাক্ষাৎকার দিতে পারতেন। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিলে সংকটের শুরু হয়। ভারত বর্তমানে বাংলাদেশিদের জন্য কেবল মেডিকেল ভিসা দেওয়া শুরু করেছে। কিন্তু আম জনতার জন্য ভিসা চালু করেনি। ফলে দিল্লিতে গিয়ে রোমানিয়া দূতাবাসে আবেদন জমা বা সাক্ষাৎকার দিতে পারছেন না দেশের শিক্ষার্থীরা।
এমন বাস্তবতায় রোমানিয়ার নতুন এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের সরাসরি দিল্লি যাওয়ার প্রয়োজন কমেছে। শিক্ষার্থীরা চাইলে কুয়ালালামপুর, হ্যানয় বা ব্যাংককে গিয়ে ভিসা নিতে পারবেন।
logo-1-1740906910.png)