বিদেশ থেকে বিনাশুল্কে দুটি নতুন ফোন আনার অনুমতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০২
গুজব ও ভুল তথ্য থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ৮ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি সাম্প্রতিক কয়েকটি আলোচিত বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। বিশেষ করে বিদেশ থেকে মোবাইল ফোন আনা ও সেট রেজিস্ট্রেশন-সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, সরকার এসব বিষয়ে কোনো নতুন কঠোর নিয়ম আরোপ করেনি।
ড. আসিফ নজরুল জানান, বিদেশফেরত প্রবাসীরা নিজের ব্যবহৃত ফোনের পাশাপাশি আরো দুটি নতুন মোবাইল সেট দেশে আনতে পারবেন। এর চেয়ে বেশি সেট আনলে শুধু অতিরিক্ত অংশের জন্য ট্যাক্স প্রযোজ্য হবে। তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনার আমলে প্রবাসীরা একটি নতুন ফোন আনার অনুমতি পেতেন। বর্তমান সরকার সেই সুবিধা বাড়িয়ে দুটি নতুন সেট আনার সুযোগ দিয়েছে। এটি প্রবাসী কর্মীদের জন্য বড় সুবিধা।”
তিনি জানান, এনবিআর ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এটি কেবলমাত্র বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসীদের জন্য প্রযোজ্য। অন্য যাত্রীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে।
মোবাইল রেজিস্ট্রেশন-সংক্রান্ত আলোচনার বিষয়ে ড. আসিফ পরিষ্কার ব্যাখ্যায় বলেন, দেশে ফোন রেজিস্ট্রেশন নিয়ে কোনো নতুন আইন হয়নি। নতুন বিধান অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি শুধু প্রবাসীদের নয়, দেশের সব নাগরিকের জন্য একইভাবে প্রযোজ্য। তার ভাষায়, “অবৈধ ফোন ব্যবহার করে অপহরণ, হুমকি, চাঁদাবাজি কিংবা জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণ করতেই এই আইন করা হয়েছে। কাউকে হয়রানি নয়, বরং সুরক্ষা নিশ্চিত করাই এর লক্ষ্য।”
তিনি প্রবাসীদের উদ্দেশে আরো বলেন, মিথ্যা তথ্য ছড়ানো, গুজব বা গিবত ইসলামি শিক্ষায় গুরুতর অপরাধ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে “প্রবাসীরা দেশে নাকি মাত্র ৬০ দিন থাকতে পারবেন”, যা সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন। এ ধরনের ‘জঘন্য মিথ্যাচার’ রোধ করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা।
logo-1-1740906910.png)